চকরিয়া বদরখালীর কিংবদন্তি জননেতা মরহুম ইকবাল বদরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

২১ মার্চ ২০২৫খ্রি. জুমাবার বদরখালীর কিংবদন্তি জননেতা মরহুম এ কে এম ইকবাল বদরী'র ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে বদরখালীতে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সকালে মরহুমের সহোদর এ এম এসতেফাজুর রহমান সহ অসংখ্য ভক্ত ফজরের নামাজের পর কবর জিয়ারত এর মাধ্যমে যাবতীয় কর্মসূচি শুরু হয়।
বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ,বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির দু মেয়াদের সফল সম্পাদক, কিংবদন্তি জননেতা এ কে এম ইকবাল বদরী গত ২১ মার্চ ২০১৯খ্রি. তারিখে বদরখালীবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরকালে পাড়ি জমান। ২১ মার্চ ২০২৫খ্রি. জুমাবার ওনার ৬ষ্ট মৃত্যুবার্ষিকী।
২১ মার্চ ২০২৫খ্রি., জুমাবার বাদে ফজর; মরহুমের বাড়ীস্থ মসজিদ ও কুতুব নগর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বদরখালী কুতুব নগর জামে মসজিদে জুমা নামাজের পর মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত পরে কবর জিয়ারত ও মোনাজাত করেন মরহুমের সহোদর এ এম এসতেফাজুর রহমান।
বিকাল ৩ ঘটিকায় বদরখালী গাউছিয়া মজিদিয়া এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন।
মরহুমের সহোদর এ এম এসতেফাজুর রহমান বলেন; " আমার পরম শ্রদ্ধেয় মরহুম পিতা কবির আহমদ, বড় ভাই এ কে এম ইকবাল বদরী ও অন্যান্য ভাই-বোন এবং বদরখালী থেকে পরপারে পাড়ি জমানো সমস্ত মরহুম.মরহুমার আত্নার মাগফেরাত এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ ক্ষুদ্র আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। আমি আমার পরিবারের পক্ষ থেকে বদরখালীর আপামর জনসাধারণ কে উল্লেখিত কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।