ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


গাবুরায় শতাধিক কোরআনের পাখিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল


২২ মার্চ ২০২৫ ১২:৩৮

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৪৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাবুরা গ্রামে এক ব্যতিক্রমী ও হৃদয়ছোঁয়া ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে শতাধিক কোরআনের পাখিদের একত্রিত করে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন।

এই মহতী আয়োজনের উদ্যোগ নেয় স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন, যা ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কোরআন শরীফ বিতরণ, বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, গরীব কর্মক্ষম মানুষের মাঝে ভ্যানগাড়ি বিতরণ, শীতার্তদের জন্য কম্বল প্রদান, পথশিশুদের খাবার ও পোশাক বিতরণ, দরিদ্রদের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ এবং বন্যাদুর্গতদের সহায়তাসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

ইফতার আয়োজনের আগে শিক্ষার্থীরা বিশেষ মোনাজাতে অংশ নেন। এই মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। আয়োজনটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শুধু ইফতার আয়োজনই ছিল না, বরং এটি তাদের প্রতি সমাজের ভালোবাসা ও দায়িত্ববোধের এক বহিঃপ্রকাশ।

সংগঠনের উদ্যোক্তারা জানিয়েছেন, তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবতার সেবায় কাজ করতে চান। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, যেন তারা এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

এই আয়োজনের মাধ্যমে স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন আবারও প্রমাণ করল যে, মানবসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।