ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


নকলায় হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূ্ক্তিকরণ সভা


২০ মার্চ ২০২৫ ০০:২৯

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:১১

শেরপুরের নকলায় শান্তি ও সহনশীলতা বজায়ে সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূ্ক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে নকলা পাইস্কা বাইপাস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক আফিফা সুলতানা।

সভায় বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, শিক্ষক ও সাংবাদিক মো. মোশারফ হোসাইন, জেলা নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ও নারী উদ্যোক্তা সমাজকর্মী সানজিদা জেরিন প্রমুখ।

এসময় উপজেলা যুব ফোরামের সদস্য সাংবাদিক শফিউল আলম লাভলু, সদস্য সাংবাদিক সেলিম রেজাসহ উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ-সদস্যগন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আস্থা প্রকল্পটি তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, একটি সহনশীল ও অহিংস যুব সমাজ গঠনে ভূমিকা রাখতে নিরলস কাজ করছে। এছাড়া জাতীয় যুবনীতির আলোকে প্রান্তিক যুবগোষ্ঠীর যুবক-যুবনারী সমাজ এবং দেশ ও জাতির উন্নয়নে সম্পৃক্তকরণে কাজ করছে এই সংগঠনটি। জাতীয় যুবনীতি ২০১৭-এর আলোকে তৃনমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুব-যুবনারী গোষ্ঠীর সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্ত করণে তথা অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে যুব-যুবনারীদের সাথে বয়স্কদের মিলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা দায়িত্ব পালন করছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুব-যুবনারীদের সম্পৃক্ত করা এই সংগঠনের অন্যতম কাজ বলে তারা জানান।