নকলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা

শেরপুরের নকলায় উপজেলা যুব ফোরামের আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দক্ষতা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে নকলা পাইস্কা এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়।
সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল-আমিন।
সভায় বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, নারী উদ্যোক্তা সমাজকর্মী সানজিদা জেরিন, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক আফিফা সুলতানা, সদস্য ও তরুণ সাংবাদিক হাসান মিয়া, সদস্য ও তরুণ সাংবাদিক লিমন আহমেদ প্রমুখ।
বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সেবিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান নাদিতে অনুরোধ করা হয়। অধিকতর সত্যতার প্রমান ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো কোন কিছুকে শেয়ার করা বা কোন মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। দেশ ও জাতির কল্যাণকর যেকোন বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করারও পরামর্শ দেন বক্তারা।
এসময় উপজেলা যুব ফোরামের নেতৃবৃন্দ-সদস্যগনসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।