বেলকুচিতে জাতীয়তাবাদী শ্রমিকদল পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল পৌর শাখার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ বেলকুচি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস চত্বরে বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক এর সভাপতিত্বে উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার। এসময় আরও বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, থানা বিএনপির সদস্য মোশারফ হোসেন, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, সিরাজগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সহসাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, শ্রমিক দলের নেতা ও পল্লি চিকিৎসক মোঃ আবুল হাশেম, শ্রমিকদল নেতা কালু প্রানানিক, শ্রমিকদল নেতা মোঃ হাশেম আলী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন শ্রমিকদল নেতা মানিক হোসেন, ধন্যবাদান্তে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন কিবরিয়া।