ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


ডুমুরিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা


১৮ মার্চ ২০২৫ ১৫:২০

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:১১

খুলনার ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের প্রস্তুতি মূলক সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার ১৭ মার্চ সকাল ১১ টায়‌ ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের (সম্মেলন কক্ষে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনে জাতীয় পতাকা উত্তোলন, মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, কুচকাওয়াজ গ্রহণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুবিধা মতো সময়ে ধর্মীয় উপাসানালয়ে দোয়ার আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোক সজ্জাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির,ডুমুরিয়া উপজলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, রিসোর্স সেন্টারের ইন্সেক্টার মোঃ মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন,আব্দুল মালেক, শেখ ফহরাদ হোসেন,খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া উপজেলা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী কাজী রমজান আলী, ডুমুরিয়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক হষরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার,,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান,সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা আই সিটি কর্মকর্তা শেখ সুমন হাসান,দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, ,ডুমুরিয়া উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নিলয় মল্লিক, চেয়ারম্যান জহুরুল হক, শেখ দিদার হোসেন,হুমায়ূন কবির বুলু, শিক্ষক নিত্যনন্দন মন্ডল, এ্যাডভোকেট আলমগীর কবির, শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, শফিকুল আলম, এস আই কামরুল ইসলাম, রফিকুল ইসলাম বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধিজন।