ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


কুড়িগ্রাম রৌমারীতে ভারতীয় ৯৬ পিছ মদের বোতল জব্দ


১৬ মার্চ ২০২৫ ২৩:৫৬

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:০৪

রৌমারী উপজেলাতে ৯৬ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১ দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য আটক করা হয়।

বাংলাদেশের অভ্যন্তরে চর ফুলবাড়ী নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ পিছ ভারতীয় মদের বোতল জব্দ করে টহলরত বিজিবি।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৫-২-এস থেকে ১০০ গজ ভিতরে মদের বোতল গুলো জব্দ করে।

তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।

জব্দকৃত মাদকদ্রব্য রৌমারী থানায় জিডি করে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।