ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৬ই পৌষ ১৪৩২


জামালপুরে ড্যাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫ ২৩:৫২

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ রবিবার বিকাল ৫ টায় শহরের দেওয়ান পাড়া স্টার কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের আহবায়ক ডা. আহম্মদ আলী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন দেশে দ্রুত নির্বাচন দিয়ে ও রাজনৈতিক দল গুলোর অংশ গ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায়ন হলে দেশের উন্নয়ন হবে। স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এড. গোলাম নবী,নব নির্বাচিত সাধারণ সম্পাদক তরুণ আইনজীবী এড. রিশাদ রেজুওয়ান বাবু, ডা. মো. আজিজুল হক,( সিভিল সার্জন) জামালপুর, ডা. আবু আহমেদ শাফী উপ পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে (সাধারণ সম্পাদক জেলা বিএনপি জামালপুর) গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করে ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম (রনি)। ইফতার এর পূর্বে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের সদস্য চিকিৎসক নেতৃবৃন্দ , স্বাস্থ্য কর্মকর্তা, জেলা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অন লাইন মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে।