ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ তিন দুর্বৃত্ত গ্রেফতার


১৬ মার্চ ২০২৫ ১৪:৫১

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:০১

মাগুরা সেনা ক্যাম্পের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র সহ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে।

সেনাবাহিনীর একটি গোয়েন্দা সূত্র জানতে পারে যে, মাগুরা জেলার সদর থানার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমানদের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে ১৬ মার্চ ২০২৫ ইং ৩ ঘটিকায় মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা আর্মি ক্যাম্পে ১৪ সেনা সদস্য উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ০২ টি ওয়ান শ‍্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ০১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ০১ টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ০৮ টি হাত বোমা, ০২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ০৫ টি মোবাইল, ০১ টি ল্যাপটপসহ মো: মারুফ (৩৫), মো: লিখন(২৮), এবং মোঃ আশিকুর রহমান(৩০) নামের তিনজনকে আটক করা হয়।

জব্দকৃত মালামালঃ ওয়ান শ‍্যুটার গান - ০২ টি,তাজা বুলেট - ১০ রাউন্ড, এয়ার গান - ০১ টি, এয়ার গান বুলেট - ৬০ রাউন্ড ,হাত বোমা - ০৮ টি, টিয়ার সেল (পুলিশ হতে লুটকৃত) - ০১ টি, বিদেশী চাপাতি - ০২ টি, দেশীয় ধারালো অস্ত্র- ০৫ টি, মোবাইল ফোন - ০৫ টি, ল‍্যাপটপ - ০১ টি।

ঘটনাস্থল হতে মোট ০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়ঃ আটককৃতদের পরিচয়ঃ, নাম: মারুফ হোসেন (৩৫), পিতা: আব্দুল মজিদ, গ্রাম: পারনান্দু আলী, থানা: সদর, জেলা: মাগুরা। নাম: লিখন হোসেন (২৮), পিতা: সালাম হোসেন, গ্রাম : পার নান্দুয়ালি, থানা: সদর, জেলা: মাগুরা। নামঃ আশিকুর রহমান (৩০), পিতা: আতিয়ার রহমান, গ্রাম : পারনান্দুআলী, থানা: সদর, জেলা: মাগুরা।

দুষ্কৃতিকারীদেরকে মাগুরা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ।