ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


খাবারের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণ


১৫ মার্চ ২০২৫ ১৬:১৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:১৫

বগুড়ার কাহালু উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও সমবয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রতিবেশী পলাতক।

শুক্রবার (১৪ মার্চ) এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী নুর ইসলামের (৪০) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার শিশুর মা। ১২ মার্চ এ ঘটনা ঘটে বলে জানা যায়।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্ত দিনমজুর নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পের বাসিন্দা। গত ১২ মার্চ বেলা ১১টার দিকে দুই শিশু আবাসন প্রকল্পে তাদের বাড়ির সামনে খেলাধুলা করছিল। তাদের কর্মজীবী বাবা-মা কাজে বাহিরে ছিলেন। এ সুযোগে নুর ইসলাম খাবারের প্রলোভনে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে এক শিশুকে ধর্ষণ এবং অপর শিশুকে ধর্ষণের চেষ্টা করেন নুর ইসলাম। এ কথা কাউকে জানালে মেরে ফেলার ভয় দেখান। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। তখন পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

শুক্রবার রাতে থানায় মামলা রেকর্ড করার পর পুলিশ ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয় এবং চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করে।

শনিবার দুপুরে কাহালু থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, দুই শিশুকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তাদের ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে। এছাড়া আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।