ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


রামুতে ১০ হাজার পিস ইয়াবা পাচারকালে আটক ২


১৫ মার্চ ২০২৫ ১৫:০৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৫:১৩

কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে রামু চৌমুহনী স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার ফরিদুল আলম সওদাগরের ছেলে মো: আবদুল আজিজ (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লেবুছড়ি এলাকার মৃত অলি আহমদের ছেলে নুরুল আমিন (২৫)।

অভিযানে নেতৃত্বদানকারী ডিএনসির উপপরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে জানান তিনি।