বিশ্ব নদী কৃত্য দিবস উপলক্ষে নদী রক্ষার দাবিতে বাপা চকরিয়া শাখার মানব বন্ধন অনুষ্ঠিত

১৪ মার্চ বিশ্ব নদী কৃত্য দিবস। উক্ত দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকার সময় চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী মহেশখালী সেতু সংলগ্ন বদরখালী মহেশখালী চ্যানেলে র মাতামুহুরি নদীর পাড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মাস্টার জাহাঙ্গীর আলম। উক্ত মানববন্ধনের সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন আলো। এতে বক্তব্য রাখেন, ওলামা পরিষদের সভাপতি মৌলানা জয়নাল আবদীন, বদরখালী ডিগ্রি কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, বদরখালী ছাত্র দলের সভাপতি বাপার সদস্য দেলোয়ার হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন বাপা চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবি সাইফুল মোস্তফা।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বাপা চকরিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক বদরী, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হাছান রিয়াদ, বাপার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল জাবের,
ফেরিঘাট ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, বদরখালী লিটল জুয়েল সমবায় স্কুলের শিক্ষক আরমানুল মোস্তফা ছোটন, শ্রমিক নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা আনর আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও বিভিন্ন পেশার জনসাধারণ অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ নদী মাতৃক দেশ এবং নদী পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ সে হিসাবে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খনন জরুরি এবং নদীকে দখলদারিত্বের হাত থেকে রক্ষার জন্য সকল মহলকে এগিয়ে আসতে হবে।দাবিগুলি বক্তারা তাদের বক্তব্য দিয়েছেন।