ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


ডুমুরিয়ায় হা-পা বাধা অবস্থায় ভ্যান চালকের মরাদেহ উদ্ধার


১৪ মার্চ ২০২৫ ১৬:০৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৪৩

খুলনার ডুমুরিয়ায় হাত-পা বেঁধে ভ্যান চালক মহিদুলকে হত্যা করে মটর চালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে গোবিন্দকাটি গ্রামে একটি সুপারি বাগান থেকে মহিদুলের লাশ উদ্ধার করে পুলিশ। মহিদুল শেখ মিলন(৩৯) মাগুরাঘোনা ইউনিয়নের কাকুড়পাড়া গ্রামের ওমর আলী শেখের ছেলে।

জানা যায়, বুধবার বিকালে মটর চালিত ভ্যান নিয়ে মহিদুল ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন গোবিন্দ কাটি উত্তরপাড়ার ইয়াকুব আলীর সুপারি বাগানে হাত-পা বাঁধা মহিদুলের লাশ দেখে পুলিশকে খবর দেয়। গোবিন্দকাটি উত্তরপাড়া এলাকাটি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক থেকে পোনে এক কিলোমিটার ভিতরে ভদ্রা নদীর পাশে।

এলাকাবাসী জানান, হতদরিদ্র মহিদুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে কোনভাবে সংসার চালাতো। তার পরিবারে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করে ভ্যান নিয়ে গেছে হত্যাকারীরা।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, গেঞ্জি দিয়ে হাত-পা বাঁধা এবং প্যান্টের বেল্ট দিয়ে গলায় প্যাচানো অবস্থায় মহিদুলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ভ্যাটারি চালিত ভ্যানটি ছিনতাই করার জন্য এ হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। রহস্য উদঘাটনে পুলিশ, ডিবি, সিআইডিসহ প্রশাসনের কয়েকটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে খুলনা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।