ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


সাতক্ষীরায় বখাটের খপ্পড়ে পড়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা


১৪ মার্চ ২০২৫ ১৫:৫৫

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৭:১৫

বখাটে প্রেমিকের প্রতারনার শিকার হয়ে সাতক্ষীরার তালায় দশম শ্রেণির এক ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় তালা উপজেলার হরিহরনগর গ্রামে। জানা গেছে, উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি (১৫) এর সাথে পাশর্^বর্তী শাহাপুর গ্রামের সাইফুল গাজীর ছেলে তাফসির গাজী (১৭) এর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়। সেখানে গিয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তালা থানার ওসি মো. শাহিনুর রহমান জানান, খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় ক্ষোভে, অভিমানে নিজ ঘরের মধ্যে গলায় ফাঁস দেয় মেয়েটি। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছেন। এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।