ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১


বেগমগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি


১৩ মার্চ ২০২৫ ১২:০৯

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ১৬:৩৫

বেগমগঞ্জ উপজেলায় ১৩ নম্বর রসুলপুর ইউনিয়ন ২ ওয়ার্ডে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাতদের হামলায় গৃহবধূ ও তার দুই সন্তান আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃতঃ আব্দুল সোবানের ছেলে মোস্তফা সোহাগের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে মুখোশধারী তিন থেকে চার জনের একদল ডাকাত প্রথমে বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ১ ঘণ্টার মতো ঘর তলাশি করে নগদ ১ লক্ষ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, দেড় হাজার সৌদি রিয়াল, দুইটি মোবাইল ফোনসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে।

গৃহবধূ পারভিন আক্তার বলেন , ডাকাত দল দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা দিতে বলে। আমি আপত্তি করলে আমাকে মারধর করা হয়।

২ নম্বর ওয়ার্ডের বাবুল মেম্বার বলেন, এই ধরনের দুর্ধর্ষ ডাকাতি গত ৫০ বছরেও কখনোই এই এলাকাতে ঘটেনি। বিষয়টি অনেক দুঃখজনক। তিনি দ্রুত অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার কথা বলেন। তিনি আরো বলেন আমাদের এলাকাতে যেন পুলিশের টহল বৃদ্ধি করা হয় এই দাবি জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘‘ডাকাতির ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’’এর মধ্যে একটি মামলা রুজু হয়েছে, অতি শীঘ্রই আমরা আসামিদের গ্রেফতার করতে চেষ্টা করছি।