বেলকুচি পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি'র যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে ১০ই মার্চ রোজ সোমবার ঐতিহ্যবাহী চালা হাট সংলগ্ন মাদ্রাসা মার্কেটে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেলকুচি পৌরসভা বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক, জনাব শফিকুল ইসলাম শফি। পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আসমাউল শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক, জনাব আব্দুর রাজ্জাক মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক, নুরুল ইসলাম গোলাম, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনি, পৌর বিএনপি'র সদস্য মিয়া শামীম, মামুন হোসেন বরাত, বিপ্লব সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক, জনাব শামীম সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক, কিবরিয়া হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, আগামীদিনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আমরা সকল ভেদাভেদ ভুলে যে ঐক্য গড়ে তুলেছি, এটা যেন কেউ ভাঙতে পারেনা সেদিকে প্রত্যেককেই সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেলকুচি এনায়েতপুর চৌখালী বিএনপি'র মনোনীত প্রার্থী জনাব আমিরুল ইসলাম খান আলিম কে বিপুল ভোটে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।