বেলকুচিতে ধর্ষণকারীকে গ্রেফতার করে ফাঁসির দাবিতে ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বেলকুচি উপজেলা ও পৌর ছাত্র দলের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ধর্ষনকারী যেই হোক তার উপযুক্ত শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার সকালে ১০ই মার্চ বেলকুচি সরকারি কলেজগেট সংলগ্ন কড়িতলা পাকা রাস্তার উপরে বেলকুচি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিন রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সহ সভাপতি মুঞ্জুর কাদের, সহ সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি অনিক ভূইয়া, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মমিন রেজা, যুগ্ম আহবায়ক এস এম রানা, যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক ইব্রাহিম হোসেন, কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক রোমান রিয়াদ, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, যুগ্ম আহবায়ক ফাহিম হোসেন, জেলা ছাত্র দলের সদস্য সাদমান সুমন,সদস্য রাশেদ প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে তারা বলেন, দেশ জুড়ে অমানবিক শিশু ধর্ষন বেড়েই চলছে, এই ধর্ষণ ঠেকাতে ধর্ষণকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দিতে হবে, আর যদি তা না করেন তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হবো এমন হুশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন ছাত্র দলের নেতা কর্মীরা।