ধর্ষণের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরাসহ সারাদেশে খুন ধর্ষণ, হত্যা, অপহরন ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, সাংবাদিক রঘুনাথ খাঁ, সাংবাদিক মুনসুর আলী, প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা শাখার আহবায়ক কর্ণ বিশ্বাস, আদিত্য মসল্লিক, আব্দুস সামাদ, মাহিদা মিজান, শ্রেয়া, শাহানা, শ্যামল বিশ্বাস, আবুল কালাম প্রমুখ।
মানববন্ধনে স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা, সুশিলন, উত্তরণ ও ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম, এডাব, এইচআরডিএফ, সিএসওএইচআরডি কোয়ালিশন, সিডো, ক্রীসেন্ট, এইচঅডি নেটওয়ার্ক, সৃজনী, হেড, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা, সনাক ও ইয়েসগ্রুপ সাতক্ষীরা, ব্রেকিংদ্য সাইলেন্স, বারসিক, দি হাঙ্গার প্রজেক্ট, আইন ও সালিশ কেন্দ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, দেশে যেন ধর্ষনের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। আট বছর বয়সী মাগুরার আসমাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জড়িতরাসহ দেশব্যাপি সংগঠিত ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে যা দেখে আর কেউ ধর্ষনের মত ঘটনা ঘটাতে না পারে। আশাশুনির রাধাবল্লভপুর মদনপাড়ায়, কালিগঞ্জের ভাঙানমারি ও দেবহাটার খলিষাখালিতে ভূমিহীনদের উপর নির্যাতন ও নিপীড়নের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে করতে হবে। কালিগঞ্জের রাবেয়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। মানববন্ধন কর্মসুচি থেকে শিশু আছিয়াসহ সকল ধর্ষিত ও ধর্ষণের পর হত্যা করা সমস্ত নারী ও শিশুর ক্ষতিপূরণসহ পূর্ণবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়া, নারীর চলাফেরা, বাক স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ পাঁচদফা দাবি জানানো হয়।