ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ভালুকায় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন


১১ মার্চ ২০২৫ ১২:২৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:০০

দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ জনসাধারণ। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীতে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

ধর্ষণের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সরকারের প্রতি এই দাবি জানিয়ে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের উলামা শাখার সভাপতি ড. হাফেজ মাওঃ আবুল কাশেম।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয় ছাত্র জনতা ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ বিক্ষোভে এসময় উপস্থিত ছিলেন, কবি- সাংবাদিক সফিউল্লাহ আনসারী, ইকবাল হোসেন ঢালী, খাইরুল ইসলাম ঢালী, মো: জীহাদ আহমেদ, আমিনুল ইসলাম অভি, মো: দেলোয়ার হোসেন সরকার, জীহাদুর রহমান, রাকীব, নেহাল আহমেদ প্রমূখ।