ঢাকা শনিবার, ১২ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


৯ মার্চ ২০২৫ ০০:০৪

আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ০৬:৫২

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, প্রতিপাদ্যে শেরপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলনায়তন হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভুঁঞা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা জাকারিয়া মো.আব্দুল বাতেন, ব্র্যাক প্রতিনিধি ফারহানা মিল্কী প্রমুখ।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়াসহ জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ ও নারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আওয়াল চৌধুরী বলেন এই দিবসের মাধ্যমে আমরা নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং অর্থ উপার্জনের অধিকারকে সম্মান জানাই, পাশাপাশি বাল্যবিয়ে, ধর্ষণ, এবং নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষ্যেও প্রতিজ্ঞাবদ্ধ হই। নারীরা যদি সমান অধিকার পায়, তাহলে সমাজে উন্নতি আসবে এবং একটি সুরক্ষিত, শান্তিপূর্ণ পৃথিবী নির্মাণ সম্ভব হবে।

বিশ্ব নারী দিবস শুধু একটি উদযাপন নয়, এটি একটি সামাজিক আন্দোলন দাবি প্রতিবাদ যা নারীদের প্রতি সকল ধরণের বৈষম্য দূরীকরণ এবং তাদের পূর্ণ অধিকার নিশ্চিত করার আহ্বান জানায়। নারীরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, তাদের স্বাধীনতা এবং সমান অধিকার প্রতিষ্ঠিত হতে পারে, এমন একটি পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলের কাজ করা উচিত।