ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে


৪ মার্চ ২০২৫ ২৩:১০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০১:১৮

সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন কাশেমপুর মাদরাসাতুন নূর আল আরাবিয়া মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।

ওই ছাত্রী কাশেমপুর মাদরাসাতুন নূর আল আরাবিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ে। অভিযোগ আছে, ওই মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ মাদ্রাসা ছাত্রীর ছোট ভাইয়ের মাধ্যমে শিক্ষক হাবিবুল্লাহ কুপ্রস্তাব দেয়। এ কুপ্রস্তাবের ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানান, আমি কালকে লাস্ট বেঞ্চে বসে ক্লাস করছিলাম। এসময় হাবিবুল্লাহ হুজুর আমার পাশে বসে বার বার আমার দিকে তাকাচ্ছিল আর আমার একেবারে কাছে সরে আসছিল।

ওই ছাত্রী আরো জানান, আমার ছোট ভাই মোস্তফা এই মাদরাসাতুন নূর আল আরাবিয়া মাদ্রাসায় পড়াশুনা করে তাকে দিয়ে আমাকে কুপ্রস্তাব দেয়’।

এই বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, শিক্ষকদের ভরসায় মাদরাসাতুন নূর আল আরাবিয়া মাদ্রাসার হোসটেলে আমার মেয়েকে পড়াশুনা করাচ্ছি। সেই শিক্ষক যদি এমন অপকর্ম করে তাহলে আমরা ছেলে মেয়েদের কোন ভরসায় পড়াশুনা করাবো। আমার মেয়ের মতো অন্য কনো মেয়ের সাথে এমন ঘটনা না ঘটে তার জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ভুক্তভোগী ছাত্রীর ভাই শিক্ষার্থী মোস্তফা বলেন, শিক্ষক হাবিবুল্লাহ আমাকে বলেন তোর বোন শিফার চ্যাংড়া ছেলেদের কাছে না দিয়ে আমার কাছে দে।

অভিযোগের বিষয়ে শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ‘আমি মজা করে মোস্তফাকে শালা বলে ডাকি। তাছাড়া আমি কোনো কুপ্রস্তাব দেইনি’।