ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নড়াইলে মানবিক সেবা ফাউন্ডেশনের মাদকবিরোধী মানববন্ধন


৩ মার্চ ২০২৫ ২১:৪১

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৫৫

নড়াইলে মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে সেচ্ছাসেবী সংগঠন মানবিক সেবা ফাউন্ডেশন। শনিবার বিকাল সাড়ে চারটায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় সংগঠনটির সদস্যরা 'মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, যুব সমাজকে বাঁচান', 'ধর্ষকের ঠাঁই নায়, আমার সোনার বাংলায়' ইত্যাদি স্লোগান দেন। 

সংগঠনটির সভাপতি মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে  উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ গোলাম আকবর, সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম নাসির ও সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা মাদক সেবনের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশে চলমান ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে ধর্ষক ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান তারা।

ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ গোলাম আকবর বলেন, মাদক সেবনের ফলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। মাদক সেবনের কারণে যুবসমাজ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই সকলে মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ রমজান বিশ্বাস বলেন, মাদক সেবনকারীর পাশাপাশি মাদক ব্যবসায়ীদেরকেও আইনের আওতায় আনতে হবে।তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, দেশে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে সকল ধর্ষককে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।