ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে পিটিয়ে আহত


৩ মার্চ ২০২৫ ১৯:১০

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:২৩

পূর্ব শত্রুতা, জমি জমা ও বাড়ির সীমানাকে কেন্দ্র করে ঢাকার মিরপুররের হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে ২১ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার ভোর রাতে। নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র ব্রীজের দক্ষিণ পাশে টোল প্লাজার সামনে লাইট পোষ্টের নিচে রাস্তায়।

জানা গেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোঃ রেজু মিয়া ও জানে আলম গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ বাড়ির সীমানা ও জমি জমা নিয়ে ভাগবিতন্ড চলছিল। ওই ঘটনার জের ধরে ঢাকার মিরপুররের হোটেল ব্যবসায়ী ফুলবাড়িয়া গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে রেজু মিয়া ঘটনার দিন ভোর রাতে মোটর সাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র ব্রীজের দক্ষিন পাশের টোল প্লাজার সামনে লাইট পোষ্টের নিচে পূর্ব থেকে উৎপেতে বসে থাকা দুর্বৃত্তরা রেজু মিয়া ঘটনা স্থলে পৌছা মাত্রই চার পাশ থেকে থাকে ঘিরে ফেলে। এ সময় তাদের হাতে থাকা লোহার রড দিয়ে রেজু মিয়াকে পিটিয়ে হাত পা ভেঙ্গে ফেলে। রেজু মিয়ার চিৎকারে টোল প্লাজার লোকজন দৌড়ে এসে রেজু মিয়াকে দুর্বৃত্তদের হাত থেকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। রেজু মিয়ার অবস্থা আংশকা জনক হওয়ায় পরবর্তীতে থাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রেজু মিয়া পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

ওই ঘটনায় রেজু মিয়ার ভাই মনজু মিয়া বাদী হয়ে জানে আলম(৪৮), খসরু মিয়া(৫২), এনাম মিয়া(৩০), রুবেল মিয়া(৩২), নাজমুল মিয়া(৩৫), রবিউল ইসলাম(২৮), জনি মিয়া(২৫), মোজাম্মিল মিয়া(২৪), শিপন মিয়া(২৭), আল আমিন(৩২) কে আসামী করে নাসিরনগর থানায় একটি লিখিত এজাহার দাখিল করে।

নাসিরনগর থানার এস.আই নূর ই আলম মামলাটি তদন্ত করবে বলে জানাগেছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বাহিরে থাকার কারনে মামলাটির তদন্ত কাজ শুরু করে পারেনি বলে জানান। তিনি বলে আমি থানায় পৌছেই মামলার তদন্ত কাজ শুরু করব।