বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ২রা মার্চ বেলকুচি উপজেলা ৪ নং দৌলতপুর ইউনিয়নে দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে দেশে ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উপলক্ষে এ দিবসটি উদযাপন করা হয়েছে।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার রাহাত তানভীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. প্রিন্স মাহমুদ, সাবেক যুগ্ম আহবায়ক পৌর বিএনপি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূইয়া, দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী উপাধ্যক্ষ ছানোয়ার হোসেন, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব কুমার সরকারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন অফিসের সূত্র মতে, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলার ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ২৩০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ১৬৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪১ হাজার ৬১ জন।
গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যাদের বয়স ১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং ইতিপূর্বে যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন নাই হালনাগাদ কার্যক্রম অনুযায়ী সম্ভাব্য ১৪ হাজার ৮৮৬ জনের তথ্য সংগ্রহকারী নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়।