ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


শেরপুর জেলা আইনজীবী সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত ফলাফল ঘোষনা


প্রকাশিত:
১ মার্চ ২০২৫ ২০:০৫

মোঃ ছামিউল আলম সোহান, শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর জেলা আইনজীবী সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়।

১৮৬৪ সালে শেরপুর জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। ১৯১ জন ভোটারের মধ্যে ২৭ ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত নির্বাচন হওয়ার কথা থাকলে সকল ভোটারের মতামতে নির্বাচন কমিশন চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান এর অনুমোদনে বিনা প্রতিদন্দীতায় শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয় এম কে মোরাদুজ্জামান -সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২ জন ১ মোঃ আশরাফুল আলম লিচু ২ মোঃ ছামিউল ইসলাম আতা,- সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, -সহ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২ জন মোঃ হারুনর রশিদ বাচ্চু (১) মোঃ রেজুয়ান উল্লাহ (২)- ক্রিড়া সাংস্কিতিক বিষয়ক সম্পাদক এডভোকেট এস আর জয়,- সাহিত্য ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ আবু জাফর, -অডিটর- এডভোকেট আব্দুর রব আল আমিন (খোকন), -নির্বাহী সদস্য ৪ জন, এডভোকেট মোহাম্মদ আক্তারুজ্জামান (২), -এডভোকেট আতিকুর রহমান (রাজীব),-এডভোকেট মোহাদ্দিস নাফে দিশান,-এডভোকেট মোঃ আব্দুল আজিজ (সজিব রানা)।

নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল মান্নান এর কাছ থেকে জানা যায় যে এ কমিটির মেয়াদকাল ১ বছর।