শেরপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি

আসছে মাহে রমজান, এ মাহে রমজানকে ঘিরে সকল মুসলমাদের চলছে এক মাস সিয়াম সাধনার প্রস্তুুতি। এ মাসের প্রথম ১০ দিন রহমত পরের ১০ দিন মাগফিরাত ও পরের ১০ দিন নাজাতের এ ভাবে ৩০ দিন রোজা রাখার বিধান রয়েছে মুসলমানদের।
তাই এ মাসকে স্বাগত জানানোর জন্য ১ মার্চ শনিবার, পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষে "আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান "এ শ্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন শেরপুর ও ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের আয়োজনে কালেক্টরেট চত্তর ও জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
উক্ত র্যালিতে উপস্থিত থাকেন জেলা প্রশাসক শেরপুর তরফদার মাহমুদুর রহমান সহ সরকারি অনেক কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনে কর্মকর্তা কর্মচারিগণ।