ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি শাখার পক্ষ থেকে দাওয়াতি আহ্বান


২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:১৭

রমজান মাসের আগমন উপলক্ষে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি শাখার পক্ষ থেকে মোটরসাইকেল শোডাউন দিয়ে উপজেলার প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় জনগনের ধারে ধারে গিয়ে সবাইকে রোযা রাখতে তারাবি সহ পাঁচ ওয়াক্ত নামায আদায় করে আল্লাহকে রাজি খুশি করে নিজের আমল আখলাক শুদ্ধ করার জন্য দাওয়াতি আহবান জানানো হয়।

বৃহস্পতিবার সকালে ২৭ শে ফেব্রুয়ারী বেলকুচি উপজেলা বাহেলা আমান জামে মসজিদ থেকে একটি র‍্যালি বের হয়ে মোটরসাইকেল যোগে ক্ষিদ্রমাটিয়া চালা রাজাপুর ভাঙ্গাবাড়ী ধুকুরিয়াবেড়া দৌলতপুর কান্দাপাড়া হয়ে আবার মুকন্দগাঁতী যাত্রী ছাওনির সামনে এসে শেষ হয়।

পরে সেখানে রমজানের পবিত্র রক্ষার্থে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ রফিকুল ইসলাম, জেলা যুবমজলিশের সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ খেলাফত মজলিস বেলকুচি শাখার সভাপতি হাবিবুুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আতিকুর রহমান।

আলোচনায় খেলাফত মজলিসের আলেম উলামাগণ বলেন, রমজানের পবিত্রতা রক্ষার্থে হাট বাজারে হোটেল বন্ধ করতে হবে, দিনে কোন চায়ের দোকান খোলা রাখা যাবেনা ও দোকানে টিভি সিডিতে অশ্লীল সিনেমা চালানো থেকে বিরত থাকতে হবে, হালাল ভাবে ব্যবসা করতে হবে সিন্ডিকেট করে কোন পন্যের দাম বেশি নেওয়া যাবেনা, রোযা রেখে মিথ্যা কথা বলা যাবেনা, একে অপরের সাথে সদাচারণ করতে হবে, হাঙ্গামা সৃষ্টি করে রক্তপাত ঘটানো যাবে না, রোযার অমর্যাদা হয় এরকম যাবতীয় অপ্রীতিকর কাজ বর্জন করার আহবান জানান তারা।

আলোচনা শেষে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।