ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ইভটিজিং একটি সামাজিক ব্যাধি, ইভটিজিং রোধে শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে- শামীমা বরকত লাকী


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:০৭

বেগমগঞ্জের হাজীপুর আবদুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক ডাঃ কফিল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।

তিনি বলেন শিক্ষা উন্নয়নের সাথে ক্রীড়া উন্নয়ন জাতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মনোযোগী হতে হবে। মোবাইল থেকে দূরে থাকতে হবে। ইফটিজিং করা যাবে না, ইভটিজিং সামাজিক ব্যাধি, সকল ছাত্র-ছাত্রী ভাইবোনের মত স্কুলে আসবে, ভালো করে পড়াশোনা করবে।

স্কুলের সভাপতি লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের কর্ণধার ডাঃ আবু তাহের এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল।

স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মোঃ তরিক উল্ল্যা জিন্নাহ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রুস্তম আলী, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন সহ রাজনীতিক, সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।