ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


ডুমুরিয়ায় অশ্রুসিক্ত নয়নে অধ্যাপক তপতী রানীর বিদায়


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:১০

অশ্রুসিক্ত নয়নে অবসর জনিত বিদায় নিয়ে কলেজ ত্যাগ করলেন তপতী রানী বিশ্বাস। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।প্রিয় শিক্ষক তপতী রানীর বিদায় সংবর্ধনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সকল শিক্ষক-শিক্ষার্থীসহ এডহক কমিটির সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া কলেজ গভর্নিং বডির সভাপতি ও মওলানা ভাসানী মোমোরিয়াল কলেজের বিদ্যুৎসাহী সদস্য মশিউর রহমান লিটন।

সহকারী অধ্যাঃ কেএম হযরত আলীর সঞ্চালনায় বক্তব্যদেন সহকারী অধ্যাঃ এএইসএম আমিনুল ইসলাম খাঁন, সুশান্ত কুমার বিশ্বাস, গোবিন্দ কুমার মন্ডল, আব্দুস সালাম মোড়ল, এসডি ইউসুফ আলী, অলোকেশ কুমার মন্ডল, শিক্ষার্থী শেখ আবু রায়হান ও মহিমা ইয়াসমিন ইতি প্রমুখ।

চিরকুমারী তপতী রানী ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় কালীপদ বিশ্বাসের কন্যা। ১৯৯৩ সালে ১৬ সেপ্টেম্বর মওলানা ভাসানী মেমোরিয়াল কলেজে যোগদান করেন তপতী বিশ্বাস।

বিদায় উপলক্ষে তপতী রানী বিশ্বাসকে সম্মাননা স্মারক, শাল, শাড়ী, পবিত্র গীতা, যশোর-খুলনার ইতিহাস সম্বলিত বই, খাতা-কলম, চশমা, ছাতা ও মগসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়। পরে তিনি শিক্ষার্থী-শিক্ষকসহ সকলের মঙ্গল কামনা করে অশ্রুসিক্ত নয়নে কলেজ ত্যাগ করেন।