ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০২

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১২:০৫

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাত্তায় সর্বত্র আমরা - এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে ২৬ ফেব্রুয়ারি রোজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা শাখার সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ফখরুদ্দীন।উক্ত জেলা সমাবেশে জেলা প্রশাসক শেরপুর তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি সিহেবে উপস্থিত ছিলেন উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়ময়নসিংহ রেঞ্জ মোহাম্মদ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারোয়ার জাহান চৌধুরী তিনি বলেন, উনিশশত আরচল্লিশ সালে এ আনসার বাহিনী গঠিত হয় ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠিত হয় উনিশশত ছিয়াত্তর সালে । বর্তমানে শেরপুর জেলায় চার হাজার তিনশত চুয়াল্লিশ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্য রয়েছে। এ বাহিনী আর্থ সামাজিক উন্নয়নে, গ্রাম প্রতি রক্ষায় ও বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন। পুলিশের বিকল্প হিসেবে এ বাহিনী কাজ করে থাকেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ সুপার আমিনুল ইসলামের প্রতিনিধি এ এসপি মিজানুর রহমান ভূঞা,পরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জ হফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। উক্ত অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাঝে , বাইসাকেল ছয়টি, সেলাইমেশিন পাঁচটি সহ সর্ব মোট নব্বইটি বিভিন্ন ধরনের পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শেরপুর রাকিবুল ইসলাম।