চকরিয়া বদরখালী বাজারে ইজারাদর কমিয়ে আনার দাবিতে স্মারক লিপি প্রদান

বদরখালী বাজারে ইজারা পরিমাণ অতিরিক্ত হওয়ার প্রভাব সাধারণ ব্যাবসায়ী ও ক্রেতাদের উপর পড়ছে এবং বর্তমানে, ইজারা বেশি হওয়ার কারণে ক্রেতা এবং বিক্রেতারা অত্যধিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন, যা সাধারণ মানুষের পক্ষে অস্বাভাবিক ও কষ্টকর।
স্থানীয় ব্যবসায়ী দিদার ইসলাম বলেন;, ইজারা দারদের অপব্যবহারের কারণে ব্যবসায়ীরা মানসম্মতভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং বাজারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠিন হয়ে পড়ছে। এতে বাজারের কার্যক্রম এবং সাধারণ জনগণের জন্য আর্থিক সমস্যা তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে, স্থানীয় ব্যবসায়ী সমিতি এবং বাজারের প্রতিনিধিরা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছেন, যাতে ইজারা পরিমাণ কমিয়ে আনা হয় এবং বাজারের সুষ্ঠু পরিচালনা সম্ভব হয়। আমরা আশা করি, কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।