সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সম্পদ (স্থাবর-অস্থাবর) ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তথ্য অনুযায়ী, সম্পদ ক্রোকের আদেশ হওয়া জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১১৮ শতাংশ জমির সম্পদের রয়েছে। এর বাইরে জাকির হোসেনের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে। ব্যাংকে তার জমা রয়েছে ১০ কোটি ৮৬ লাখ টাকা। আর উত্তোলন করা হয়েছে ৯ কোটি ১৩ লাখ টাকা।
গত ২৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে জাকির হোসেন গ্রেপ্তার হন। পরের দিন একটি হত্যা মামলায় তাঁর তিন দিনের রিমান্ড মনজুর করেন আদালত।
কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জাকির হোসেনের নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে বলে জানান।
প্রতিমন্ত্রী থাকা কালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামের ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।