ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সাতক্ষীরায় নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার


১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৮

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:১০

সাতক্ষীরা জেলার নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ। মঙ্গলবার( ১৮ ফেব্রুয়ারী) সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, নবাগত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি জেলায় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন বিপিএম, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, মোঃ মাইনুদ্দিন সম্প্রতি সাতক্ষীরা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার যোগদানের মধ্য দিয়ে জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।