ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মানবতার ফেরিওয়ালা ইউএনও আশরাফুল আলম রাসেল


১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:০৬

শেরপুরের ঝিনাইগাতীতে অনাহারী, শীতার্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে দ্বারে দ্বারে ঘুরে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল।

তিনি এ উপজেলায় যোগদানের পরপরই ৪ অক্টোবর অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা আকর্ষিক পাহাড়ি ঢলের পানির তোরে ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নের ঘরবাড়ি, বোরোধান, গাছপালা ও শাকসবজি বাগানের ব্যাপক ক্ষতি সাধিত হয়। শতশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে চরম দুর্ভোগে পরে শতশত হতদরিদ্র অসহায় পরিবার। অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে অসংখ্য মানুষ। গৃহহীন পরিবারের অনেকেই এখনও ঘুড়ে দ্বারাতে পারেনি।

এসময় থেকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি রাত দিন অসহায় হতদরিদ্র অনাহারি পরিবারের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। তিনি যখন শুনেছেন অনাহারী মানুষের কথা সেখানেই ছোটে চলা তার নিত্যনৈমত্তিক ঘটনা। পাহাড়ি ঢলের রেশ এখনো কেটে উঠেনি। পাহাড়ি ঢলের রেশ কেট উঠতে না উঠতেই আবারও শুরু হয় শীত মৌসুম। থেমে নেই তার নিরলস মানবতার এ কর্মকান্ড।

তিনি নিজে অনাহারী ও শীতার্ত অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের খোঁজে বের করে ওই পরিবারের হাতে তুলে দিচ্ছেন খাদ্য গ্রামগ্রী ও শীতবস্ত্র। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের এ নিরলস কর্মকাণ্ডের কারনে উপজেলার সৃজনশীল মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন তাকে মানবতার ফেরিওয়ালা হিসেবে দেখছেন। বর্তমানে তার এ কর্মকাণ্ড থেমে নেই। গভীর রাতে অনাহারী ও শীতার্ত অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র।

এ ধারাবাহিকতায় রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গুচ্ছগ্রামের ৩০টি অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র তুলে দেন। এসব সহায়তা পেয়ে দরিদ্র পরিবারের লোকজন খুশিতে আত্মহারা।