শ্যামনগরে গ্রাম্য মেলা-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিন ব্যাপি গ্রাম্য মেলা -২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারী ( রবিবার ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় / মানিকখালী সরকারী প্রাথমিক মাঠ প্রাঙ্গনে ‘‘ বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব ’’ সিএমএমএস কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ , মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা -২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস খুলনা অঞ্চল সিএমএলআরপি-২ প্রোগ্রাম অফিসার ড. শান্তনু রায়ের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন খান , শ্যামনগর যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবির , ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম , পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক , রমজাননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু হেনা , ইউ,পি সদস্য মোঃ আব্দুস সালাম , সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন , পুরোহিত স্বপন কুমার ব্যানার্জী ।
উক্ত মেলায় উপজেলা কৃষি অফিস ,শ্যামনগর , উপজেলা মহিলা বিষয়ক অফিস , শ্যামনগর , উপজেলা যুব উন্নয়ন অফিস শ্যামনগর , উপজেলা পরিবার পরিকল্পনা অফিস , শ্যামনগর , উপজেলা জাতীয় মহিলা সংস্থা , শ্যামনগর , উপজেলা সমাজ সেবা অফিস , শ্যামনগর , রমজাননগর ইউনিয়ন পরিষদ , শ্যামনগর , সুন্দরবন আদিবাসি মুন্ডা সংস্থা , শ্যামনগর , মরমী মহিলা উন্নয়ন সংগঠন জেলেখালী , শ্যামনগর , জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা , ভেটখালী , শ্যামনগর , ভেটখালী আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় , শ্যামনগর , পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় , শ্যামনগর , ফেউথ ইন এ্যাকশন , শ্যামনগর , রুপান্তর , শ্যামনগর , কারিতাস সিএমএলআরপি প্রকল্প , শ্যামনগর , কারিতাস এফসিপিপি প্রকল্প , শ্যামনগর , বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররাচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব সিআইএমএমএস প্রকল্প , করিতাস শ্যামনগর অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক দিক নির্দেশনায় ছিলেন কারিতাস খুলনা অঞ্চল , সিআইএমএমএস প্রোজেক্ট অফিসার মি. এন্ড্রিকো মন্ডল , সঞ্চালনায় ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের ইউডিএফ সিআইএমএস মি. সুজন সেন।