ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


জামালপুরে রেলওয়ের ১টি স্টেশনের নাম পরিবর্তন


১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৫

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২০:১২

জামালপুর- ময়মনসিংহসহ ৩ জেলায় স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের দুই অঞ্চলের তিনটি স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে। ফলে স্টেশনগুলো আগের নামে ফিরেছে।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীরেন সই করা এক চিঠতে বিষয়টি জানানো হয়। চিঠিটি রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায় , বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল জোনের দুটি এবং পশ্চিমাঞ্চল জোনের একটি স্টেশনের নাম ও কোড পরিবর্তন অনুমোদিত হয়েছে।

রেল সেবা অ্যাপ ও কাউন্টার থেকে টিকিট সংগ্রহের অনুরোধ পূর্বাঞ্চলে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে জগনাথগঞ্জ বাজার স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে- জেইউজেবি।