ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


ইসলামী আন্দোলনের শ্রীপুর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা


১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫০

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:১৮

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাগুরা জেলার শ্রীপুর সদর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ইসলামি আন্দোলন শ্রীপুর উপজেলা শাখা কার্যালয়ে আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সহ-সভাপতি ও মাগুরা-০১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাওলানা নাজিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার অন্যতম সদস্য ডাঃ শাহিদুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া আবু দাউদ, শ্রীপুর উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম নবী শিকদার, আবুল কাশেম, শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী ক্বারী মাওলানা গাজী শরিফ, জয়েন সেক্রেটারী মোস্তাফিজুর রহমান রিজু, জেলা ছাত্র আন্দোলনের আলিয়া মাদ্রাসা সম্পাদক ও উপজেলা শ্রমিক আন্দোলনের সেক্রেটারী আবু তাহের মিঠু, উপজেলা ছাত্র আন্দোলনের সেক্রেটারী জাকারিয়া হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে মোঃ মোক্তার আলীকে সভাপতি ও মোঃ আব্দুল হান্নান মোল্লাকে সেক্রেটারী মনোনিত করে শ্রীপুর সদর ইউনিয়ন শাখার ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি হাফেজ মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ রবিউল ইসলাম, জয়েন সেক্রেটারী মোঃ ওহিদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আকিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খন্দকার হাজিকুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ ইউনুস মোল্লা, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ (রয়েল), ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ সিফাত।