ঢাকা মঙ্গলবার, ২৫শে মার্চ ২০২৫, ১২ই চৈত্র ১৪৩১


জামালপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার


১০ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৫

আপডেট:
২৫ মার্চ ২০২৫ ২২:৩৩

জামালপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারী) রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার হওয়া সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার শৈলেরকান্দা এলাকার আকবর হোসেনের ছেলে ও ইটাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: কামরুল ইসলাম (৫৭) শহরের কাচারী পাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে ও ছাত্রলীগের সদস্য মিরান আহমেদ রাতুল (১৯) সরিষাবাড়ির গোপীনাথপুর এলাকার মৃত বাদশাহ মন্ডলের ছেলে ও ৬নং ভাটারা ইউনিয়নের আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মো: রমজান আলী (৫০), ইসলামপুরের তারতাপাড়া এলাকার মরহুম নুরুল ইসলাম এর ছেলে ও ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ডাকলু (৩৫), মৌজাজাল্লা পোদ্দার পাড়া এলাকার শ্রী ভানু চন্দ্র মৃধার ছেলে ও ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সক্রিয় কর্মী শ্রী কাজল চন্দ্র মৃধা (৪৪) মাদারগঞ্জের বালিজুড়ী পুর্ব পাড়া এলাকার মো: দুল্লুর ছেলে ও মাদারগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. অন্তর (১৯)।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ মো. সোহেল মাহমুদ গণমাধ্যমকে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী রবিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতে গ্রেপ্তার ৬ আওয়ামী লীগ নেতাকে বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিনষ্ট করার অভিযোগ রয়েছে।