ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


কুড়িগ্রাম চিলমারী-রাজিবপুর ব্রহ্মপুত্র নদীর নৌপথে দিনদুপুরে নৌকায় ডাকাতি


১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:২০

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের কড়াই বইশালের ভাটি নবলতারচরে রৌমারী কোদালকাটি থেকে চিলমারী জোড়গাছ হাট গামী নৌকা পৌঁছালে ১০/১২ সদস্য একটি ডাকাত দল ছোট নৌকায় দেশীয় অস্ত্রে কুড়াল, রামদা সজ্জিত হয়ে যাত্রীদের এলোপাথাড়ি মারধর, ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে। নৌ পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় ডাকাতেরা গুলিও ছুড়ে ।

নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে চলে যায় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী একটি নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, “খেয়া ঘাটে গরু ব‌্যবসায়ীদের নৌকা ছিল। ওদের নৌকায় ডাকাতি করতে আইসা আমার নৌকাতেও ডাকাতি করে। ডাকাতরা ১০ থেকে ১৫ জন ছিল। দুই নৌকা থাইকা টাকা লুট কইরা ডাকাতরা চইলা যায়। আমরা কিছু করতে পারি নাই।”

রোববার দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। তবে এখনো নৌকার যাত্রীদের ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ দশদিনে মাথায় গত ২৯/০১/২০২৫ তারিখে একই জায়গায় ডাকাতি হয়েছে। নৌকার লোকজন ডাকাত চলে যাওয়ার পর পাশের চরে টহলরত চিলমারী নৌ পুলিশকে খবর দিলে চিলমারী নৌ পুলিশ ও চিলমারী মডেল থানা পুলিশ ঘটনা স্থলে যায়।

উক্ত বিষয়ে তদন্ত শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিযান চলামান রাখছে এবং টহল জোরদার করছেন নৌ পুলিশ।