রৌমারীতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানাকে আটক করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাতে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (২২) নামের এক চোরাচালান কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
রৌমারীতে আটক করা সোহেল রানা কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখ্যাতি এলাকার ফজলুল হকের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ টিম।
এ সময় দুটি স্কুল ব্যাগ থেকে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদক চোরাচালান ব্যবসায়ী আটক করে রৌমারী থানা পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন, শেষ হলে তাকে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণের করা হবে। ভবিষ্যতে এই ধরনের চোরাচালান না ঘটে। তার সঠিক ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের চৌকশ টিমকে নজর দিতে হবে।