কামারখন্দে জাহানারা মনছের একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জের কামারখন্দে ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড কাজিপুরা গ্রামে জাহানারা মনছের একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী ৮ই ফেব্রুয়ারী কাজিপুরা হাইস্কুল মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনিরুজ্জামান পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর সিরাজগঞ্জ জেলার সহ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, কামারখন্দ ৪ নং রায়দৌলতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বক্কার সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ ফারুক মোল্লা, ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম সরকার, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হাসমত সেখ,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহানারা মনছের একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা আরজিনা খাতুন, শিক্ষক তিতাস সরকার, শিক্ষিকা রোজিনা খাতুন, শারমিন আক্তার, পূনিমা খাতুন, টুম্পা খাতুন,সালমা খাতুন সহ স্কুলের ছাত্র ছাত্রী অত্র এলাকার ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।