ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


শিক্ষার্থীদের মাদক থেকে বাঁচাতে শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়ার প্রতি গুরুত্ব দিতে হবে-বরকত উল্ল্যা বুলু


৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৪

আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩০

ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়াই পারে শিক্ষার্থীদের মাদক থেকে বাঁচাতে। তাই সকল শিক্ষা প্রতিষ্ঠানকে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে বলেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্ল্যা বুলু।

রবিবার দুপুরে বেগমগঞ্জের ৩নং জিরতলী ইউনিয়নের জিরতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আজ সকাল থেকে স্কুলের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের সভাপতি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম লাভলু এর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সালমা আকতার এর সার্বিক নির্দেশনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুল হক আবেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন সহ উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক, বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব, রাজনীতি ব্যক্তিত্ব ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।