ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


'দৈনিক আমাদের দিন' পত্রিকার নালীতাবাড়ী উপজেলা প্রতিনিধি মৃত্যুবরণ করেছেন


৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৪

নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাব এর দুইবার নির্বাচিত সহ-সভাপতি ও" দৈনিক আমাদের দিন " পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে কিডনি বিকলসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এদিকে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে দৈনিক আমাদের দিন পত্রিকার প্রধান সম্পাদক অ্যাড. মনিরুজ্জামান (শাশ্বত মনির) ও শেরপুর জেলা প্রতিনিধি মোঃ ছামিউল আলম সোহান সহ নালিতাবাড়ীর গণমাধ্যমকর্মী ও শেরপুর জেলা প্রেস ক্লাবের গনমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছে । বুধবার বাদ যোহর দক্ষিণ বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে শাহী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।