ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


কুড়িগ্রামের চর রাজিবপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ অভিযানে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর


৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৭

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) চর রাজিবপুর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন অত্র উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম বাবু এবং প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

চর রাজিবপুর উপজেলার ফায়ার সার্ভিস এবং পুলিশের একটি যৌথ টিম মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট প্রস্তুতকরণের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করায় জাউনিয়ার চরে অবস্থিত মেসার্স বি এস বি ব্রিকস এবং ধূলাউরি মৌজায় অবস্থিত মেসার্স এম এ বি ব্রিকস নামক দুইটি ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।

পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর। স্থানীয়রা বলেন অবৈধ ইটেরভাটার কার্যক্রম চিরস্থায়ীভাবে বন্ধ হোক।