ঢাকা মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৫, ২৯শে মাঘ ১৪৩১


নকলায় সিনিয়র নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী


৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪

আপডেট:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫৭

দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্বাভাবিক কারনেই অগুছালো হয়ে পড়েছিলো। গত বছরের গণঅভ্যুত্থানে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএনপির নেতাকর্মী রাজনৈতিক মাঠে নির্বিঘ্ন তথা অনেকটাই বুক ফুলিয়ে চলছেন। তাদের এখন সময় এসেছে দল গুছানোর।

আর তাইতো আগামী জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকা গোছাতে ব্যস্ত সময় পার করছেন। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ খবর নিতে শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

এর অংশ হিসেবে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী'র ছেলে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী কর্মী-সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ খবর নিতে ব্যস্ত সময় পার করছেন।

ব্যস্ততার অংশ হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী তাঁর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম রেফাজ উদ্দিন রেফাজ-এর পরিবারের খোঁজ খবর নিতে নকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রেফাজ উদ্দিন রেফাজ-এর দক্ষিণ নকলা এলাকার গ্রামের বাড়িতে হাজির হন।

বীর মুক্তিযোদ্ধা মরহুম রেফাজ উদ্দিন রেফাজ’র স্ত্রী-সন্তানসহ পরিবারের সবার খোঁজ খবর নেন এবং দীর্ঘ্য সময় তাদের সাথে আলাপ আলোচনা করেন তিনি। এছাড়া মরহুম রেফাজ উদ্দিন রেফাজ-এর স্ত্রীকে সালাম করে দোয়া কামনা করেন।

এসময় উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোজাফ্ফর মহিউদ্দিন বুলবুল, মোবাশ্বের আলী টুটন চৌধুরী, হাফিজ খান, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী দেলোয়ার হোসেন সাইদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মরহুম রেফাজ উদ্দিনের ছেলে মুহাম্মদ মুরাদুজ্জামান মাসুম, জেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক এস.এম তানভীর রকি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর, পৌর কৃষক দলের সদস্য সচিব নয়ন মিয়া, টালকী ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু সাঈদ ইয়াহিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।