কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদের কড়াই বরিশালের ভাটি নবলতারচরে নৌকায় ডাকাতি

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে নৌ যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বুধবার ২৯/০১/২০২৫ তারিখ ২.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ঘাট থেকে চর রাজিবপুর গামী যাত্রীবাহী নৌকা ব্রহ্মপুত্র নদের কড়াই বরিশালের ভাটি নবলতারচরে পৌঁছালে একদল ডাকাত নৌকায় অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০/১২ জনের মতো ডাকাতের দল এসে নানা প্রকার ভয়ভীতি দেখায় ও মারধর করে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তবে সব মিলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এঘটনায় নৌকায় থাকা বেশির ভাগ যাত্রী মারধরের শিকার হয়ে কিছুটা অসুস্থ হয় পড়ে তবে বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।
উল্লেখ্য, নৌকার লোকজন চিলমারী নৌ পুলিশকে খবর দিলে চিলমারী নৌ পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায় এবং নৌ পুলিশ যাত্রীদের উদ্ধার করেন। তবে নৌকার যাত্রীদের কোন বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়নি। নৌ পুলিশ নৌকার যাত্রীদের রাজিবপুর ঘাটে পৌঁছে দিয়েছেন।
নৌ পুলিশ উক্ত বিষয়ে তদন্ত শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিযান চলামান রাখছেন।
স্থানীয়রা রাজিবপুর থানার ভারপ্রাপ্ত ওসি তছলিম উদ্দিন কে বলেন নৌকায় ডাকাতি হয়েছে বিষয়টি তদান্ত করে এবং অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তারের তাগিদ দেন।