ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


নালিতাবাড়ি সীমান্তে ভারত থেকে পাচারকালে ২১৫০ কেজি গরুর মাংস জব্দ


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ১৯:৫৪

শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে ভারত থেকে পাচারকালে ২১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে ওই গরুর মাংস জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল ভোর সাড়ে ৫টায় সমশ্চুড়া সীমান্তে অভিযান চালায়। এসময় বিজিবি উপস্থিতি বুজতে পেরে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যকেটজাত গরুর মাংস ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি গরুর মাংসসহ গাড়ি নং ঢাকা মেট্রো-ট ১১-৭০-৬৮আটক করা হয়। হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন জব্দকৃদ গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।