শেরপুরের নকলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) সকাল সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শাহরিয়ার মোরসালীন মেহেদী, নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ গোলাম মাছুম, ইউপি চেয়ারম্যার মহিউদ্দিন বুলবুল ও যায়যাদিনের সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।