ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জের বেলকুচিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব ২০২৫ 


২৮ জানুয়ারী ২০২৫ ২১:৫২

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৪:০৪

সিরাজগঞ্জের বেলকুচিতে শাহীন স্কুলের উদ্যোগে ২৮ শে জানুয়ারি শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান শিক্ষক সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব রাশেদুল হাসান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেরনগর প্রাথমিক বিদ্যালয়। রেজা আমির মোহাম্মদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সেরনগর প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ করিম তালুকদার, নির্বাহী শাখা পরিচালক, শাহীন স্কুল সিরাজগঞ্জ। শাখা পরিচালক,নুরুল ইসলামের সঞ্চালনায়, সকাল ৮ঃ০০ ঘটিকার সময় উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং পিঠা স্টল পরিদর্শন করেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় ছাত্র-ছাত্রী এবং অভিভাবক সহ সকল পেশাজীবীর মানুষ এই পিঠা উৎসব উপভোগ করেন। তারপরে শুরু হয় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রিয়া প্রতিযোগিতা।

প্রতিযোগিতা চলা সময়ে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাবা আফিয়া সুলতানা কেয়া। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন,অনুষ্ঠানের সভাপতি ও শিক্ষকমন্ডলীরা।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথির বক্তব্যে আফিয়া সুলতানা কেয়া বলেন, ক্রিয়া প্রতিযোগিতা ও শরীর চর্চা ছাত্রদের মেধাবিকাশে সহায়তা করে। এজন্য সবাইকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ হতে হবে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন জনাবা আফিয়া সুলতানা কেয়া।

সভাপতি করীম তালুকদার অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বলেন, আমাদের প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের যে উপদেশ দিলেন, এ বিষয়ে শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।