কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) এর অভিযানে জাল নোট ও ইয়াবা জব্দ

কুড়িগগ্রাম জেলার রৌমারী উপজেলাতে "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বিন্দুমাত্র ছাড় নয়" এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ ২১৩০ ঘটিকায় ইজলামালী বিওপির টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সীমান্ত পিলার ১০৬৬/১-এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভিতরে বকবান্ধা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা-৫৪ পিস এবং বাংলাদেশী জাল নোট ১,০০০/- টাকা জব্দ করে।
বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
স্থানীয়রা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ জামালপুর ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করলে চোরাচালান, মদ, ফেন্সিডিউল ও ইয়াবা বন্ধ হবে।